নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে বিস্ফোরণের জের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রাতে কলকাতায় এলেন না। তাঁর দু’দিনের বঙ্গ সফর বাতিল করা হল। শনিবার বাংলায় শাহর সমস্ত কর্মসূচি বাতিল করা হল। তবে রবিবারের কর্মসূচি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, রবিবার ডুমুরজলার জনসভা নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও ওই সভা হবে। কেন্দ্রীয় কোনও নেতা সভায় থাকতে পারেন। তবে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়।
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে খুব কাছেই প্রধানমন্ত্রীর বাসভবন। তাই জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ-সফর বাতিল করা হল।
অমিত শাহের রাজ্য সফরের নতুন নির্ঘন্ট পরে জানানো হবে। তবে বিজেপি সূত্রে খবর, ডুমুরজলা ময়দানে যে সভা বা যোগদানমেলা হওয়ার কর্মসূচি ছিল তা হয়তো বাতিল হবে না।