কলকাতা টুডে ব্যুরো:দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৫ শতাংশ মানুষই সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর জন্য সহ-নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা টিকা অভিযানকে সফলভাবে পরিচালিত করে চলেছেন দেশজুড়ে তাদের জন্য তিনি গর্বিত৷
75% of all adults are fully vaccinated.
Congratulations to our fellow citizens for this momentous feat.
Proud of all those who are making our vaccination drive a success. https://t.co/OeCJddtAL8
— Narendra Modi (@narendramodi) January 30, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর একটি ট্যুইট ট্যাগ করেছেন মোদি। প্রধানমন্ত্রী ওই ট্যুইটকে মান্যতা জানিয়ে বলেন, “সমস্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৫% জনগণকেই সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ কৃতিত্বের জন্য আমাদের সহ নাগরিকদের অভিনন্দন।”
'सबका साथ, सबका प्रयास' के मंत्र के साथ, भारत ने अपनी 75% वयस्क आबादी को वैक्सीन की दोनों डोज लगाने का लक्ष्य हासिल कर लिया है।
कोरोना से लड़ाई में हम निरंतर मज़बूत हो रहें है। हमें सभी नियमों का पालन करते रहना है और जल्द से जल्द वैक्सीन लगवानी है। #SabkoVaccineMuftVaccine pic.twitter.com/wSBg9AQphx
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 30, 2022
তিনি আরও বলেন, “যারা আমাদের টিকাদান অভিযানকে সফল করে তুলছেন তাদের জন্য গর্বিত।” দেশে এখনও পর্যন্ত অ্যান্টি-কোভিড ভ্যাকসিনের ১৬৫.৭০ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে।
Topics
PM Modi Covid19 Vaccine Health Kolkata