Home ভিডিও ‘পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মিরের থেকেও খারাপ,’ মন্তব্য শুভেন্দুর

‘পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মিরের থেকেও খারাপ,’ মন্তব্য শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোড়াফুল শিবিরের হাতে পৌরসভার দখল উঠেছে বলে প্রকাশ্যে বিবৃতি দিয়ে দাবি করেছেন দলের নেতারা। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করেন শুভেন্দু।বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে যান শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া-সহ বিজেপির কয়েকজন নেতা। কমিশনের কাছে তাঁরা ওই ৪ পুরসভার ভোট বাতিলের দাবি করেন। কারণ তাঁদের দাবি, বিজেপি প্রার্থীদের ওইসব পুরসভায় মনোনয়ন পেশ করতেই দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন কমিশন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিরোধী প্রার্থীদের আটকে রেখে, ডিসিআর কাটা সত্বেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন পেশ করতে না দিয়ে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে তৃণমূল। কমিশন বলছে, প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সব প্রার্থীর ডিসিআরের কপি আমাদের কাছে রয়েছে। এর পরও নমিনেশন দিতে পারিনি। আমরা নির্বাচন কমিশনারকে বলেছি ওইসব জায়গায় ভোট বাতিল করতে হবে। কারণ ওইসব জায়গায় কেউ জয়ী হয়নি। প্রার্থীদের আটকে রাখা হয়েছিল। তাই তারা মনোনয়ন দিতে পারেননি। তাই শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।

আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

তিনি জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দাবী জানিয়েছেন তাঁরা। বিধাননগরে আধা সামরিক বাহিনী ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন নয়, কমিশনের দ্বারস্থ হয়ে এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফে। কোনও ঘটনা ঘটলে কমিশন দায়ভার নেওয়ার কথা বললেও, কোনও আইএএস অফিসার এর দায়ভার নেবে না। প্রত্যেকটি এলাকায় ডিআরএস কাটা থাকলেও বিজেপিকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি করলেন মমতা, ভোটের বিধিভঙ্গের অভিযোগ তুললেন শুভেন্দু

নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বক্তব্য, রাজ্য বিজেপির যুব মোর্চার তিন দফায় এদিন বিক্ষোভ দেখিয়েছে। সমস্ত কোভিড বিধিনিষেধ মেনেই এদিন বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পুলিশ কালীঘাটের নির্দেশে কারোর জামা ছিঁড়েছে। চোর ডাকাতের মতো তাঁদেরকে তুলেছে। পুরুষ পুলিশ দিয়ে মহিলা কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে। পরে তিন জনকে তুলে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপজ্জনক জায়গায় যাচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্যে বিনিয়োগ! আদানির সঙ্গে নবান্নে বৈঠকে মমতা

আদিত্যনাথ যোগী বাংলাতে কাশ্মীরের সঙ্গে তুলনা করায় ইতিমধ্যেই সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করায় তিনি বলেন পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মিরের থেকেও খারাপ হয়ে রয়েছে।

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles