Home সংবাদবর্তমান ঘটনা প্রয়াত আবেগ শিল্পী ওয়াসিম কাপুর

প্রয়াত আবেগ শিল্পী ওয়াসিম কাপুর

by Kolkata Today

 

প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। হঠাৎই প্রয়াত হলেন তিনি । সোমবার সকালে কলকাতার নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকেলে ৭১বছর বয়সে তিনি পরলোক যাত্রা করেন। 

১৯৫১ সালে লখনউতে জন্মগ্রহণ করেন ওয়াসিম কাপুরে । লখনউয়ে জন্ম হলেও কলকাতাই ছিল এই শিল্পীর শিক্ষা ও কর্মভূমি। ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন ওয়াসিম কাপুর। এবং আবার কলকাতাতেই শুরু করেন তাঁর কর্মজীবন । 

 

একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলাই তাঁর কাজ। কর্মজীবনে জ্যোতি বসু-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি এঁকেছিলেন তিনি। মানুষের ভিতরের আসল অনুভুতি অঙ্কন করে সারা ভারতের শিল্পীদের প্রশংসা আদায় করে নেন তিনি ।

 

শুধু শিল্পীই না সম্পুর্ন প্রতিবাদী ভাবমুর্তি ছিল তাঁর । কোথাও অন্যায় অবিচার দেখলেই সেচ্চার হতেন তিনি ।গোড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন। কখনও নিজের বক্তব্যের মাধ্যমে, আবার কখনও নিজের রং, তুলির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

 

আর পড়ুন ঃ আগামী এক মাস অ্যাপের সঙ্গে যুক্ত গাড়িচালকদের থেকে কমিশন নয়, জানালেন মদন মিত্র

 

দেশ তথা বিদেশের মাটিতেও তাঁর শিল্পকর্মের জনপ্রিয়তা ছিল। বড় মাপের মানুষ ছিলেন তিনি । সুত্র অনুযায়ী তাঁর তেমন কোনও অসুস্থতা ছিল না শিল্পীর। তার এভাবে আচমকা চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না চিত্রশিল্পের অনুরাগীরা। 

Related Articles

Leave a Comment