কলকাতা, ৫ ফেব্রুয়ারি: ১৭ ফেব্রুয়ারির আগে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়া প্রায় নিশ্চিত। জোরকদমে শুরু হয়ে যাবে নির্বাচনী প্রচারও। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফরের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
রাজ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে আগামী রবিবার ৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠান থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করার কথা তাঁর। এরই মধ্যে রাজ্যে মোদীর আরও একটি সফরের খবর এল দিল্লি থেকে। জলসম্পদ মন্ত্রক সূত্রের খবর, মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি ফের কলকাতায় আসছেন মোদী। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
জলসম্পদ বিকাশ মন্ত্রক সূত্রের খবর, কলকাতায় প্রতিষ্ঠিত হবে ন্যশনাল ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ-এর। কেন্দ্রীয় এই সংস্থা পানীয় জলের বিশুদ্ধতা বজায় রেখে কী করে তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে গবেষণা করবে। সেই প্রতিষ্ঠানের শিলান্যাস করতে আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়ত একথা জানিয়েছেন। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
১৭ ফেব্রুয়ারির আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়া প্রায় নিশ্চিত। পুরো দমে শুরু হয়ে যাবে নির্বাচনী প্রচারও। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফরের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় কি না সেদিকেও থাকবে রাজনৈতিক মহলের কৌতুহলী চোখ।