কলকাতা টুডে ব্যুরো:১৯৯৮ সাল থেকে টানা গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্যই 1995 সালে ক্ষমতায় এসে ছিলি গেরুয়া শিবির কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেননি। এবারের গুজরাত বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি অর্থাৎ এবার প্রধানমন্ত্রী মোদির রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী ছিল।
গুজরাতে বিজেপি বিশাল জয়ের পথে। জামনগর দক্ষিণ কেন্দ্রে ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা প্রথমে পিছিয়ে পড়েছিলেন, কিন্তূ গণনা এগোতেই আবার এগিয়ে গেলেন। আপ পার্থী জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে রয়েছে
বিজেপি প্রায় ৫৮ শতাংশ ভোট পাচ্ছে গুজরাটে, কংগ্রেস পাচ্ছে প্রায় ২৬ শতাংশ, আপ পাচ্ছে প্রায় 12 শতাংশ। গুজরাতের বিজেপির কার্যালয়ে বিজয় ঘোষণার আগে উৎসব শুরু হয়ে গেছে। ১৯৮৫ সালের রেকর্ড ভেঙে দিতে পারবে এই বছর বিজেপি। মোরবিতেও বিজেপি এগিয়ে। মোদীর রথে সাওয়ার হয়ে গুজরাত বিশাল জয়ের পথে।
জোর লড়াই চলছে, গুজরাটের ও হিমাচল প্রদেশের মধ্যে। এখন পর্যন্ত গুজরাটের হাল বিজেপির কাছে থাকলেও হিমাচল প্রদেশে কংগ্রেসের পাল্লাটাই ভারী, পরপর ছয়বার গুজরাটে বিজেপি থাকার পর এবার সাতবারের জন্য গুজরাত আবার বিজেপি দখলে আসতে চলেছে, এখন পর্যন্ত গণনাই গুজরাটে bjp 152, কংগ্রেস-20 ,আপ-6 , অন্যান্য 4 আসনে এগিয়ে আছেন। অপরদিকে হিমাচল প্রদেশে 68 আসনের মধ্যে বিজেপি ২৬ টি কংগ্রেস ৩৯ ও অন্যান্য তিনটি আসনে এগিয়ে আছেন, গুজরাটের বিজেপি সমর্থকরা পরপর সাতবার জেতার আনন্দ উপভোগ করছেন তারা আবির ও রং নিয়ে রাস্তায় নেমে পড়েছেন এখন থেকেই।