কলকাতা টুডে ব্যুরো:এবার বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। সোশাল মিডিয়ায় বিজেপি-ত্যাগের কথা ঘোষণা করলেন তিনি। বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন এই তারকা। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন বনি। বিজেপি ছাড়লেন অভিনেতা সোহেল দত্ত-ও।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
তিনি বিজেপি ছাড়তে পারেন এমন একটা গুঞ্জন বহুদিন আগে উঠে এসেছিল। আজ, সোমবার বিজেপি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। একুশের নির্বাচনের আগে তিনি পদ্মাসনে বসেছিলেন। এবার সেখান থেকে পাকাপাকিভাবে সরে যাওয়ার কথা জানালেন তিনি।
আরও পড়ুনঃ ‘নেতাজি ভক্তি তৃণমূলের পুরোটাই নাটক,’ কটাক্ষ দিলীপের
তিনি জানিয়েছেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই যে, আজ থেকে বিজেপির সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হল। প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি। বাংলার মানুষ এবং বাংলা চলচ্চিত্র জগৎকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, তাতেও কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না আমি।’ সুতরাং বিজেপি আরও ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।
Topics
Bony Sengupta BJP TMC Administration Kolkata