Home ভিডিও ‘বাংলাকে বঞ্চনার প্রতিবাদ করছেন গুণীজনরা’, মন্তব্য ফিরহাদের

‘বাংলাকে বঞ্চনার প্রতিবাদ করছেন গুণীজনরা’, মন্তব্য ফিরহাদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কেন্দ্র । তার কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনি পদ্মভূষণ নেবেন না । কেন্দ্রের সম্মান প্রত্যাখান করেন তিনি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে এবার প্রকাশ্যে সমর্থন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।পাশাপাশি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যান করা প্রসঙ্গে তিনি বলেন, “এই বয়সে পুরস্কার দিয়ে কেন্দ্র তাঁকে অপমান করেছে ।”

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

“বাংলাকে যেভাবে কেন্দ্র বঞ্চনা করছে, যেভাবে বাংলাকে অপমান করছে, মনে হচ্ছে ভারতবর্ষে বাংলা একটা ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে। বাংলার যে দাবি, সেগুলো দিচ্ছেন না। এসমস্ত কিছুরই প্রতিবাদ করছেন গুণীজনরা।” বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন,”বাংলা থেকে জবরদস্তি আমলাদের তুলে নিচ্ছে । যাঁরা অবসরপ্রাপ্ত হচ্ছেন তাঁদের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে ৷ এই সমস্তটার নিশ্চিতভাবে প্রতিবাদ করেছেন গুণীজনরা । কেন্দ্রীয় সরকার বিদ্বেষের রাজনীতি তৈরি করেছে, বিভাজন করছে । যাঁরা বাংলাকে ভালবাসেন তাঁরা প্রত্যাখ্যান করেছেন এই পুরস্কার ।”

ফিরহাদ আরও বলেন, “সন্ধ্যা মুখোপাধ্যায় একটা বড় মানুষ । তাঁকে এই বয়সে পদ্মশ্রী দিয়ে অপমান করা হচ্ছে । তাঁকে রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছে ।ওনাকে আরও বড় সম্মান দেওয়া উচিত ছিল ।”

 

Topics

Firhad Hakim  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment