Home রাজনৈতিক বাম-কংগ্রেসের মধ্যে আসনরফা চূড়ান্ত, দোলাচলে আব্বাস, ঘোষণা এখনই নয়

বাম-কংগ্রেসের মধ্যে আসনরফা চূড়ান্ত, দোলাচলে আব্বাস, ঘোষণা এখনই নয়

by Kolkata Today

 

 

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট চূড়ান্ত। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে দু’পক্ষের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে কংগ্রেসের তরফে ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী-সহ আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতো এবং বামেদের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা ছিলেন। বৈঠক শেষে দু’তরফেই জানানো হয়, বাম-কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনই কোনও ঘোষণা করা হবে না। কারণ, অনেক ছোট ছোট দল এই জোটে সামিল হতে চাইছে বলে দু’পক্ষের দাবি। তাই আপাতত ঘোষণায় ধীরে চলো নীতি।

ওই দলগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), জনতা দল সেকুলার (জেডিএস) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। তবে এই জোটে নিজেদের অন্তর্ভূক্তি নিয়ে এখনও সংশয়ে আব্বাস সিদ্দিকির আইএসএফ। দলের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে।

ইতিমধ্যেই ১৯৩টি আসনে রফা সম্পন্ন বাম-কংগ্রেসের মধ্যে। মঙ্গলবার বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, এই জোটে রয়েছে আরজেডি, এনসিপি ও জেডি (এস)-র মতো দলগুলি।

তাই বাকি ১০১টি বিধানসভা আসন কীভাবে এতগুলো দলের মধ্যে বন্টন হয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

Related Articles

Leave a Comment