কলকাতা টুডে ব্যুরো:সোমবার দুপুরে বিধানসভায় বাজেট ভাষণ সম্পূর্ণ না করেই চলে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর পর বিকেলে রাজ্যপাল তৃণমূল এবং বিজেপি দু’পক্ষকেই ‘আত্মানুসন্ধানের’ পরামর্শ দিলেন। একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘এমন ঘটনা মেনে নেওয়া যায় না। না ঘটলেই ভাল হত। দু’পক্ষকেই বলছি এমন ঘটনা যেন আর না ঘটে।’’
এদিন এই ঘটনার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তীব্র নিন্দা করেন। তার পাশাপাশি তিনি নিজের দলের বিধায়কদের সাধুবাদ জানান যেভাবে তারা বিধানসভায় বিক্ষোভ দেখান তার জন্য। তিনি বলেন শাসকদলের বিরুদ্ধে বা তাদের অন্যায়ের বিরুদ্ধে এইভাবেই বিজেপির বিধায়করা বিরোধিতা করে যাবেন।
Topics
Governor Jagdeep Dhankhar Assembly Administration Kolkata