Home রাজনৈতিক বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল, টিকিট পেতে পারে অনেক নতুন মুখ

বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল, টিকিট পেতে পারে অনেক নতুন মুখ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার হল না। বুধবার প্রকাশিত হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা। ২৯৪ জনের খসড়া প্রার্থী তালিকা তৈরি হয়েছে। সোমবার কালীঘাটে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক হয়। ওই বৈঠকেই প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়েছে বলে খবর। নির্বাচনী কমিটির ১২ জন সদস্য উপস্থিত ছিলেন সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ছিলেন ওই বৈঠকে। মিনিট কুড়ি বৈঠক থেকে বেরিয়ে তিনি নবান্নে চলে যান। মমতা বেরিয়ে গেলেও, কমিটির বাকি সদস্যরা দীর্ঘ বৈঠক করেন। ঠিক হয়েছে, ৮০ বছরের বেশি বয়সী কাউকে টিকিট দেওয়া হবে না। অসুস্থ ব্যক্তিকে তো নয়ই।

শোনা যাচ্ছিল, সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু সোমবার কোনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। বরং তা হতে পারে ৩ মার্চ অর্থাৎ বুধবার। সূত্রের খবর, প্রায় ৯৪ জন নতুন মুখ তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে। পাশাপাশি, তৃণমূলের প্রার্থী তালিকায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের দেখা যাবে।

সূত্রের খবর, খসড়া প্রার্থী তালিকার পাশাপাশি নির্বাচনী প্রচার নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। কীভাবে প্রচারাভিযান চলবে, কোন কোন বিষয়গুলি মানুষের কাছে তুলে ধরা হবে সে সব নিয়েও আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, প্রার্থী তালিকায় চমক হিসাবে সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু ও সৌমিক দে, সুদীপ রাহা, দেবাংশু চক্রবর্তী, সুপ্রকাশ গিরি, দেবরাজ চক্রবর্তী, উমা সরেন, ছত্রধর মাহাতো, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, মনোজ তিওয়ারী, সুদেষ্ণা রায়, অনন্যা চ্যাটার্জি, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর, তৃণাঙ্কুর চ্যাটার্জী, রাজেশ লাকড়া, অরিন্দম গুইন প্রমুখের নাম থাকতে পারে।

তৃণমূল সূত্রের খবর, এবার টিকিট নাও পেতে পারেন রুপালি পর্দার দুই তারকা দেবশ্রী রায়, চিরঞ্জিৎ। দলের প্রার্থী তালিকায় এবার মূলত নবীন মুখের আধিক্য দেখা যেতে পারে।

Related Articles

Leave a Comment