কলকাতা টুডে ব্যুরো: অষ্টম রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে ২৭৫০২ ভোটে। বিজেপি পেয়েছে ৭২১৯টি ভোট। তৃণমূল পেয়েছে ৩৪৭২১টি ভোট। অনেক বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ রাউন্ডের গণনায় ১৬ হাজার ৩৯৭টি ভোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল চতুর্থ রাউন্ডে পেলেন ৩ হাজার ৯৬২টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস চতুর্থ রাউন্ডের গণনায় পেলেন ৩১৫টি ভোট।
ভবানীপুরে মমতার লিড হবে পঞ্চাশ থেকে আশি হাজারের, দাবি ফিরহাদ হাকিমের।এদিন ভবানীপুরে তৃণমূলকে বড় লিড দিল ৭৭ নম্বর ওয়ার্ড। চতুর্থ রাউন্ডে ১২,৪৩৫ ভোটে এগিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গণনা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা।
Topics
Mamata Banerjee Priyanka Tibrewal BJP TMC Administration Kolkata
ভবানীপুরের ২৭৫০২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
previous post