কলকাতা টুডে ব্যুরো: উত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী। ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক করা হভে বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মমতাকে চায় সমাজবাদী পার্টি। বারাণসীতেও মমতা-অখিলেশ যাদবের ভার্চুয়াল বৈঠক হবে। উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস।
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় ভাঙন শুরু হয়েছে। আর তাঁরা যোগ দিচ্ছেন সমাজবাদী পার্টিতে। এই পরিস্থিতিতে অখিলেশ যাদব চান বাংলার পুনরাবৃত্তি হোক উত্তরপ্রদেশে।সেই উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশে কর্মসূচি ঠিক করতে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘দূত’ পাঠিয়েছেন অখিলেশ।
মঙ্গলবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে বৈঠক করেন সমাজবাদী পার্টির সহ–সভাপতি কিরণময় নন্দ। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালিকে মমতা বিজেপি বধের কাহিনী তুলে ধরুন চাইছে সমাজবাদী পার্টি। যা নিয়ে এই বৈঠক হয়। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন অখিলেশ। পাঠিয়ে ছিলেন জয়া বচ্চনকে।
Topics
Uttar Pradesh Mamata Banerjee Kiranmoy Nanda BJP TMC Kolkata