মালদহ, ৬ ফেব্রুয়ারি: শনিবার সকাল থেকে বাংলার জামাইকে আপ্যায়নের জন্য সব আয়োজন সম্পূর্ণ ছিল। নাড্ডার জন্য খিচুড়ি রাঁধা চলছিল। খাবার আয়োজন করা হয় আরও চার হাজার জনের। হেলিকপ্টারে মালদহে পৌঁছে কৃষকদের সঙ্গে ‘সহভোজ’ সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মাটিতে বসে খেলেন গরম গরম খিচুড়ি। আঙুলের ইশারায় বুঝিয়ে দিলেন, দারুণ হয়েছে খেতে। সঙ্গে খেতে বসলেন দিলীপ ঘোষ ও বিজেপির অন্যান্য নেতারা। শনিবার নাড্ডার সঙ্গে পাত পেড়ে খেলেন বহু কৃষক। খেয়ে দেয়ে ধুতিতে মুছলেন হাত।
বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইংরেজবাজারে পৌঁছে প্রথমে যান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি, এখানে আম চাষিদের সঙ্গেও কথা বলেন জেপি নাড্ডা।
ইংরেজবাজার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি যান মালদার সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা-সহ ভোজ কর্মসূচি ছিল বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেন। এরপর মধ্যাহ্নভোজ সারলেন কৃষকদের সঙ্গে।
সবশেষে, ইংরেজবাজারের ফোয়ার মোড় থেকে রোড-শো করেন জেপি নাড্ডা। এক কিলোমিটার রাস্তা জুড়ে রোড-শো শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে।