কলকাতা টুডে ব্যুরো: ভোট ঘোষণার পর শনিবার প্রথম রাজনৈতিক সভা। প্রথমে মেচেদা থেকে ঘাটাল পর্যন্ত রোড শো করেন। তারপর সভা। আরও একবার চড়া মেজাজে বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার ডাক দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায় ‘বাংলার দূত’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। শনিবার বেলা ৩.১০ মিনিট নাগাদ হেলিকপ্টারে এসে পৌঁছন অভিষেক। ঘাটালের বেলতলা থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো করেন তিনি। প্রায় সাড়ে চার কিমি রাস্তায় দলের পতাকা, বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। সঙ্গে ডিজে-তে বাজছিল ‘খেলা হবে’ গান। রোড শো-তে হাত নেড়ে একপ্রকার ভোটের প্রচার শুরু করে দিলেন অভিষেক।
তাঁর সংসদীয় এলাকায় অভিষেক রোড শো করলেও দেখা মেলেনি সাংসদ তথা অভিনেতা দেবের। গত ১৯ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয়েছিল ঘাটাল এলাকায় রোড শো করবেন অভিষেক। তারই মধ্যে শুক্রবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট। প্রথম দফায় নির্বাচন হবে পশ্চিম মেদিনীপুরে। দ্বিতীয় দফায় নির্বাচন হবে ঘাটাল বিধানসভা কেন্দ্রে। নির্বাচনের দিন ঘোষণার পরেই প্রথম রাজনৈতিক কর্মসূচি হল ঘাটালে।
‘বাংলার দূত’ গাড়িতে চেপে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ‘আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। আর খেলা শুরু হয়ে গিয়েছে।’ নাম না করে শুভেন্দুকেও আক্রমণ করেন তিনি। বলেন, ‘পশ্চিম মেদিনীপুর কারও পৈতৃক সম্পত্তি নয়। ঘাটাল, গড়বেতা, কাঁথি, তমলুক, হলদিয়া, মেদিনীপুর কারও জায়গা নয়, এগুলো ওই সব এলাকার মানুষেরই।’
এর পরই অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তৈরি থাকুন, নির্বাচনের পর ৫ বছর গণতান্ত্রিক ভাবে খুঁজে পাওয়া যাবে না। মেদিনীপুরের ১৫ টি আসনেই বিজেপি-কে হারাতে হবে। প্রতি আসনেই হারাতে হবে ওদের। এক ইঞ্জি জায়গা ছেড়ে দেওয়া হবে না।’ এর পর তৃণমূল কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, ‘সবুজ আবির কিনে রাখুন, ২ মে খেলা হবে।’