Home রাজনৈতিক মোদীর ব্রিগেডের জবাব সেদিনই দেবেন মমতা, কোথায় সভা দিদির, পড়ুন

মোদীর ব্রিগেডের জবাব সেদিনই দেবেন মমতা, কোথায় সভা দিদির, পড়ুন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আগামী ৭ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে এসে ওইদিন ব্রিগেডে সমাবেশ করতে চলেছেন তিনি। এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শিলিগুড়িতে পৌঁছবেন তিনি। পরের দিন, ৭ মার্চ শহরে পদযাত্রা করবেন। মোদীর ব্রিগেডে বক্তৃতার সঙ্গে তাল রেখে শিলিগুড়িতে পাল্টা বক্তৃতা দেবেন মমতা। সেদিনই কলকাতায় ফিরবেন। অর্থাৎ বাংলায় মোদী শো-এর দিন টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কোনও স্লট খালি থাকবে না। ফ্রেম থাকবে দুটো। মোদী বনাম মমতা।

মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন সেদিনই কলকাতায় ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে ফ্রেরুয়ারি মাসের গোড়ায় ৪ দিনের সফরে উত্তরবঙ্গ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করার পর বঙ্গরত্ন পুরষ্কার প্রাপকদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। প্রশাসনিক ও একাধিক দলীয় বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার ভোট ঘোষণা হওয়ার পর সেখানে ফের পা রাখতে চলেছেন তিনি।

২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গে কার্যত ভরাডুবি হয়েছিল তৃণমূলের। দার্জিলিং-সহ সবকটি আসনেই বিজেপি জয়ী হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, একুশের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ঘাসফুল শিবিরের। সেই কারণে দলীয় কর্মীদের চাঙ্গা করতেই কখনও তৃণমূল সুপ্রিমো নিজে আবার কখনও তাঁর ভাইপো সাংসদ অভিষেক ব্যানার্জি বারবার উত্তরবঙ্গ যাচ্ছেন।

Related Articles

Leave a Comment