Home ভিডিও রাজ্যপালকে শারীরিক নির্যাতন, অভিযোগের সরব শুভেন্দু অধিকারী

রাজ্যপালকে শারীরিক নির্যাতন, অভিযোগের সরব শুভেন্দু অধিকারী

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে তৃণমূল বিধায়করা নিগ্রহ করেছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী এই নিগ্রহ সংবিধানকে নিগ্রহের শামিল বলে দাবি করে রাজ্যে ৩৬৫ ধারার থেকেও কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন ও বেচারাম মান্না রাজ্যপালকে শারীরিক আক্রমণ করেছেন। এদের বিরুদ্ধে FIR হওয়া উচিত। এদের বিরুদ্ধে রাজ্যপালের ফৌজদারি আইনে পদক্ষেপ করা উচিত। করবেন কি করবেন না ওনার ব্যাপার’।

বিরোধী দলনেতার দাবি, ‘সংবিধানের প্রধান শারীরিকভাবে নিগৃহীত, যা ভূভারতে কখনও কোথাও হয়নি। এর নিন্দা করার ভাষা নেই। আমরা রাজ্যপালের কাছে সাংবিধানিক পদক্ষেপ দাবি করেছি। প্রয়োজনের ৩৫৬-র থেকেও আরও যদি কিছু থাকে সেই ব্যবস্থা নিতে হবে। গোটা বিধানসভার চারদিকের দরজা বন্ধ করে আজ তৃণমূল ভিতরে পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে। আক্রমণের লক্ষ্য ছিলেন রাজ্যপাল আর ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা’।
তিনি বলেন, ‘রাজ্যপালের সুস্থতা কামনা করি। মুখ্যমন্ত্রী পাপবোধ থেকে ছুটে এসেছেন। মুখ্যমন্ত্রী ববি হাকিমকে ও আরও কয়েকজন মন্ত্রীকে দিয়ে তৃণমূলের মহিলা বেঞ্চের বিধায়কদের ডাকিয়ে রাজ্যপালকে কার্যত ১ ঘণ্টা ধরে মানসিক শারীরিক নিগ্রহ করেছেন। এটা সংবিধানকে নিগ্রহের সামিল’।

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles