Home সংবাদবর্তমান আপডেট রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার তলব করলেন রাজ্যপাল

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার তলব করলেন রাজ্যপাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এবার পুরভোটের অশান্তির জেরে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকাল ১০টায় রাজভবনে তলব করা হয়েছে। টুইট করে এ কথা জানান রাজ্যপাল।রাজ্যপাল টুইটারে লেখেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকাল ১০টার আগে আসতে বলা হয়েছে।’ ২৭ ফেব্রুয়ারি গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেখানে পুরভোটে হিংসার অভিযোগ তুলেছেন। স্বকীয় ভঙ্গিতে আঙুল তুলেছেন শাসকদলের দিকে। তাঁর কথায়, ‘‌রাজ্যে আইনের শাসন নেই, শাসক দলের আইন চলছে।’‌এখানেই থামেননি তিনি। টেনে এনেছেন অন্য রাজ্যের তুলনা। বলেছেন, ‘‌পাঁচ রাজ্যে ভোট হচ্ছে। কোথাও এসব দেখেছেন। বাংলায় যা হচ্ছে, তাণ্ডব হচ্ছে।’‌  নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন রাজয়পাল বলেছেন, ‘‌আইন যাঁদের হাতে, তাঁরা পথভ্রষ্ট হচ্ছেন। আমার দায়িত্ব তাঁদের সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দেওয়া। আশা করি কমিশনার নিজের দায়িত্ব পালন করবেন।’‌ তাঁর অভিযোগ, ‘‌প্রশাসনিক আধিকারিকদের একটা অংশ শাসকদলের পক্ষে হয়ে গিয়েছেন। বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার নয়, মানতে কষ্ট হচ্ছে।’

পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আগেই সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকেই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, কোথাও কোনও গন্ডগোল হলে তার দায় নিতে হবে কমিশনকেই।

Topics

Governor Jagdeep Dhankhar SEC Administration Kolkata

Related Articles