Home ভিডিও শনিবার রাজ্যের ৪ পুর নিগমে ভোটগ্রহণ, চলছে জোড় কদমে প্রস্তুতি

শনিবার রাজ্যের ৪ পুর নিগমে ভোটগ্রহণ, চলছে জোড় কদমে প্রস্তুতি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শনিবার রাজ্যের ৪ পুর নিগমের ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ তারিখ বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরসভার ভোট গ্রহণ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চার পুরসভা ভোটের জন্য রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ৮ হাজার ৫০০ বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে। বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। শুধু সশস্ত্র বাহিনী থাকছে ৫ হাজার ৫৫৭। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল থাকবে।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

চার পুরসভার সব বুথই স্পর্শ কাতর কমিশনের চোখে। তাই নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নির্বাচন করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

● নাকা-৭৭ টিম
● আর.টি-৭৭ টিম
● কিউ.আর.টি-৪৪ টিম
●এইচ.আর.এফ.এস-৩৪ টিম

ভোট গ্রহণ কেন্দ্রে ১ টি বুথ থাকবে

১জন এএসআই

২জন সশস্ত্র পুলিশ

১জন লাঠিধারী পুলিশ

২টি বুথে ১জন এসআই

২জন সশস্ত্র পুলিশ

২জন লাঠিধারী পুলিশ

৩ টি বুথে ১জন এসআই

১জন এএসআই

২জন সশস্ত্র পুলিশ

৩জন লাঠিধারী পুলিশ

৪ টি বুথে ১জন এসআই

১জন এসআই

৪ জন সশস্ত্র

৪জন লাঠিধারী

৫ টি বুথে ১জন এসআই

১জন এএসআই

৪ সশস্ত্র

৫ লাঠিধারী

৬ বুথে একজন ইন্সপেক্টর

একজন এসআই

৪ জন সশস্ত্র

৬জন লাঠিধারী

৭ বুথে ১ জন ইন্সপেক্টর

১ জন এএসআই

৪ সশস্ত্র

৭ লাঠিধারী

৮ বুথে ১ জন ইন্সপেক্টর

২ এএসআই

৪ সশস্ত্র

৮ লাঠিধারী

৯ বুথে ১ জন ইন্সপেক্টর

৩জন এএসআই ৪জন সশস্ত্র

৯ লাঠিধারী

১০ বুথে ১ জন ইন্সপেক্টর

৪ এএসআই

৪ সশস্ত্র

১০ জন লাঠিধারী।

 

৪ পুর নিগমে মোট ওয়ার্ড ২১৭

আসানসোলে ১০৬ টি ওয়ার্ড

শিলিগুড়ি-তে ৪৭ টি ওয়ার্ড

বিধান নগরে ৪১ টি ওয়ার্ড

চন্দননগরে ৩৩ টি ওয়ার্ড

মোট ভোটার ১৯ লক্ষ ৩৬ হাজার ৪৬২

 

প্রত্যেক পুর নিগমের জন্য ৪ জন সাধারণ পর্যবেক্ষক এবং ১জন বিশেষ পর্যবেক্ষক থাকছে।

Topics

 

SEC BJP TMC Administration Kolkata

Related Articles