Home সংবাদসিটি টকস শারীরিক অবস্থার উন্নতি কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়ের

শারীরিক অবস্থার উন্নতি কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বুধবার কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে।গুরুতর অসুস্থ হয়ে ২৭ জানুয়ারি প্রথমে এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন তিনি। সেই সন্ধেতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্থানান্তরিত করা হয়ে অ্যাপোলো হাসপাতালে। সেখানে কোভিড আইসোলেশন বিভাগে ছিলেন গায়িকা। অবশেষে করোনা নেগেটিভ হিসেবে চিকিৎসা চলছে তাঁর। বিগত কয়েকদিন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত পুরোপুরি নয়।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

আপাতত তাঁকে দিতে হচ্ছে না অক্সিজেন। এমনকী সেমি ফ্লুইড খাবার নিজেই খেতে পারছেন তিনি। অ্যাপোলো হাসপাতালের তিন তলার ৩৫৫ মহারাজা কেবিনেই এখনও রাখা হয়েছে তাঁকে। তবে এক্ষুনি পুরোপুরি সংকট মুক্ত নন প্রবীণ শিল্পী । তবে তাঁর ধীরে ধীরে শারীরিক উন্নতিতে খুশি চিকিৎসকেরা। স্বাভাবিক ভাবেই এই খবরে স্বস্তি প্রবীণ গায়িকার পরিবার ও ভক্তদের মনে।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০,মৃত্যু ৩২ জনের

চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ গায়িকা করোনামুক্ত হলেও তাঁর ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সারেনি। রয়েছে বয়সজনিত অন্যান্য শারীরিক জটিলতাও। ঊরুর হাড়ও ভাঙা। কিন্তু তাঁর অপারেশন করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেন সাপোর্ট ছাড়াই অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে সংগীতশিল্পীর। রাইলস টিউব ছাড়াই খাবার খাচ্ছেন তিনি।

Topics

Sandhya Mukherjee Singer Covid19 Health Kolkata

Related Articles