Home সংবাদ সপ্তাহের শুরুতেই সাধারণ মানুষের হাতে ছ্যাঁকা, সর্বকালীন রেকর্ড জ্বালানির দামে

সপ্তাহের শুরুতেই সাধারণ মানুষের হাতে ছ্যাঁকা, সর্বকালীন রেকর্ড জ্বালানির দামে

by Kolkata Today

কলকাতা টুডে: সাধারণ মানুষের হাতে ছ্যাঁকা লেগেই চলেছে। মূল্যবৃদ্ধিতে ফের সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেল। সোমবার ফের নতুন করে দাম বেড়েছে দুই জ্বালানিরই। তাতেই হাতে ছ্যাঁকা লাগার জোগাড় সাধারণ মানুষের। এই নিয়ে টানা সাত দিন পেট্রল ও ডিজেলের দাম বাড়ল। এতে মানুষের ক্ষোভ বাড়ছে।

প্রতি দিন সকালে পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয়। সোমবার দিল্লিতে পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ৮৮ টাকা ৯৯ পয়সা হয়েছে। কলকাতায় পেট্রলে দাম বেড়ে হয়েছে লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। মুম্বইয়ে এই মুহূর্তে লিটার পিছু পেট্রল কিনতে হচ্ছে ৯৫.৪৬ টাকায়। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম এসে ঠেকেছে ৯১.৯১ টাকা। দৌড় অব্যাহত ডিজেলের দামেও। সোমবার দিল্লিতে লিটার পিছু ডিজেলের দাম বেড়ে ৭৯ টাকা ৩৫ পয়সা হয়েছে। কলকাতায় সোমবার প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে ৮২ টাকা ৯৪ পয়সা। মু্ম্বই এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ৮৬ টাকা ৩৪ পয়সা এবং ৮৪ টাকা ৪৪ পয়সা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম ৬০ ডলার ছাপিয়ে গিয়েছে। তাই আপাতত জ্বালানির এই মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষের নিস্তার নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারতেই জ্বালানির উপর শুল্ক সবচেয়ে বেশি। কিন্তু শুল্ক হ্রাসের কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বরং রাজ্যগুলিকে যুক্ত মূল্য কর বা ‘ভ্যাট’ কমাতে হবে বলে পাল্টা দাবি তোলেন তিনি। এই নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে। রবিবার মধ্যরাতে দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একাধাক্কায় আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে। তা নিয়ে সোমবার মোদী সরকারকে একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। টুইটারে তিনি লেখেন, ‘জনতার কাছ থেকে লুঠ চলছে। শুধু দু’জনেরই বিকাশ হচ্ছে।’

Related Articles

Leave a Comment