নিজস্ব প্রতিনিধিঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে৷ ভারতীয় ক্রিকেট দলর প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট হাসপাতালে খুব ভাল আছেন।
সৌরভের চিকিৎসায় ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ মঙ্গলবার সৌরভকে দেখতে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কলকাতায় আসছেন দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ডা: দেবী শেঠি৷ তাঁর পরামর্শ নিয়েই ঠিক হবে সৌরভের পরবর্তী চিকিৎসা।
ডানদিকের ধমনীতে যে ব্লকেজ ছিল, স্টেন্ট বসানোর পর তা মুক্ত। এখন বাঁ-দিকের দুটি ব্লকেজে স্টেন্ট বসানো হবে নাকি বাইপাস সার্জারি করা হবে। নাকি ওষুধেই এখন কাজ চলে যাবে তা দেবী শেঠি ও ভিন রাজ্যের আরও কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। যদিও কলকাতায় মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা মনে করছেন যেহেতু প্রথম স্টেন্ট বসানোর পর ওষুধে ভাল সাড়া দিচ্ছেন সৌরভ, তাই বাইপাস সার্জারি বা অস্ত্রোপচারের এখনই কোনও প্রয়োজন নেই।
সোমবার সকাল এগারোটার পর পরবর্তী চিকিৎসা নিয়ে মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলছেন সৌরভের পরিবারের সদস্যরা৷ এদিন সকাল ৮টায় উডল্যান্ড হাসপাতালের তরফে যে ক্লিনিক্যাল আপডেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সৌরভের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে৷ সোমবার সকালের ইসিজি ও অন্যান্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক।