Home সংবাদ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির

১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ১০ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হবে পুরীর জগন্নাথ মন্দির।আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত পুরীর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো

পুরীর জেলা কালেক্টর সমর্থ ভার্মা বলেন যে মন্দিরের পুরোহিত এবং পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে আলোচনার পরেই শতাব্দী প্রাচীন এই মন্দিরটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকদিনে মন্দিরের বেশ কয়েকজন পুরোহিত এবং শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের কর্মকর্তা কোভিড আক্রান্ত হন। এরপরই মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে আপাতত জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বড় মিছিল, সভার পরিবর্তে ডিজিটাল প্রচারে নজর দিক দলগুলি, করোনা আবহাওয়া পরামর্শ কমিশনের

দেশের অন্যান্য রাজ্যের মতই ওড়িশাতেও দ্রুত গতিতে বাড়ছে সংক্রমন। পুরীর মন্দিরের অন্দরেো ছড়িয়ে পড়েছে সক্রমণ। আক্রান্ত হয়েছেন একাধিক  মন্দির প্রশাসনের সদস্য থেকে সাধারণ সেবক, পাণ্ডা, পুরোহিতরা। যেই কারণেই সকলের স্বাস্থ্যের কথা ভেবে কোনও ঝুঁকি নিতে রাজি মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০২০ সালে করোনার প্রথম লকডাউনের সময় থেকে বন্ধ হয়েছিল পুরীর মন্দিরের দরজা। পরে পরিস্থিতি যখনও স্বাভাবিক হয়েছে খোলা পুরীর মন্দির। ২০২১ সালের মার্চমাস থেকে ডিসেম্বর পর্যন্ত টানা বন্ধ ছিল। আবার ফের বন্ধ। ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলেও পরিস্থিতি বিচার করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

Topics

Lord Jaganath  Puri  Temple Administration Kolkata

Related Articles

Leave a Comment