Home সংবাদ ১ দিনে ১০ লক্ষ লাইক, মোদীর কলকাতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

১ দিনে ১০ লক্ষ লাইক, মোদীর কলকাতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

by Kolkata Today

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী। কলকাতায় নরেন্দ্র মোদীর ছবিতে লাইকের বন্যা। ২৪ ঘন্টা পেরোনোর আগেই মোদীর ছবি ফেসবুকে লাইক কুড়োল ১০ লক্ষের বেশি। শনিবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তোলা হয় এই ছবি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘নেতাজিকে শ্রদ্ধা জানাতে কলকাতায় পৌঁছেছেন।’ ছবিটি এখনও পর্যন্ত ফেসবুকে ১০ লক্ষের বেশি লাইক সংগ্রহ করেছে। শেয়ার হয়েছে ১৪ হাজারের বেশি। কমেন্ট এসেছে ৪৭ হাজারের অধিক।

শনিবার বেলা ৩টে নাগাদ কলকাতা বিমান বন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে রেস কোর্সে আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে নেতাজি ভবনে পৌঁছে যান মোদী। নেতাজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নেতাজির স্মৃতি বিজড়িত সমস্ত জায়গা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপরেই ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছন নরেন্দ্র মোদী।

ন্যাশনাল লাইব্রেরি থেকে তিনি যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার কাছে আবেগঘন মুহূর্ত। ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম কানে আসতেই শক্তি পেতাম। ১২৫ বছর আগে দাসত্বের অন্ধকারে চেতনার জন্ম হয়েছিল। আজকের দিনে শুধু নেতাজি সুভাষের জন্ম হয়নি, আত্মগৌরবের জন্ম হয়েছিল। ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁকে প্রণাম করছি। বালক থেকে ত্যাগ ও তপস্যার মাধ্যমে নেতাজি হয়েছিলেন এই ভূমিতে। আমি এই পুণ্যভূমিকে প্রণাম করছি।’

এবার থেকে প্রত্যেক বছর নেতাজির জন্মদিনে পরাক্রম দিবস পালন করা হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পরাক্রম এবং প্রেরণার প্রতীক নেতাজি।’ এমনটাই মনে করেন তিনি।

Related Articles

Leave a Comment