Home রাজনৈতিক অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া

অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া। শুক্রবার দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের রাজ্য সফরে একাধিক কর্মসূচি রয়েছে শাহের।

যার মধ্যে অন্যতম হাওড়ায় ডোমজুড়ে বিশাল এক সমাবেশ। সেই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। রাজনৈতিকভাবে হাওড়ার এই সমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই সমাবেশে একাধিক তৃণমূল বিধায়কের যোগদানের জোর সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অন্যতম বৈশালী ডালমিয়া বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, হাওড়ায় অমিত শাহের এই সভাতেই দলবদল করবেন বালির এই বহিষ্কৃত সাংসদ। অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দেবেন তিনি। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই খবর সত্যি। তিনি দলবদল করবেন। তবে কোন দলে যোগ দেবেন তা খোলসা করেননি। বলেছেন, ‘আমার সঙ্গে এখনও কারও কোনও কথা হয়নি।’

এদিকে ৩১জানুয়ারি অমিত শাহ-র সভায় তৃণমূল সাফ হয়ে যাবে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায় ও অর্জুন সিং।

Related Articles

Leave a Comment