কলকাতা, ১১ ফেব্রুয়ারি: শোভন-বৈশাখী বনাম দেবশ্রী-কুণাল– এই নাটকে নতুন মোড়! শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূল বিধায়ক তথা শোভনের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু তথা রায়গঞ্জের বিধায়ক দেবশ্রী রায়। আগের দিন দায়ের করা মামলা টেকনিক্যাল কারণে বাতিল হয়ে যাওয়ায় বৃহস্পতিবার নতুন করে মামলাটি দায়ের করেন বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। এবার সেই মামলায় সাক্ষী দিতে আদালতে পৌঁছে গেলেন শোভন-জায়া রত্না।
সঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনিও আবার শোভনের বিরুদ্ধে আরও একটি মামলার বিবাদী পক্ষ। তাঁকে কুৎসিত ভাষায় আক্রমণ করায় শোভনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কুণাল। তবে তাঁর বিশেষ কোনও অভিযোগ নেই শোভন-বান্ধবী বৈশাখীর বিরুদ্ধে।
নীলবাড়ি দখলের লড়াইয়ের মধ্যেই নতুন মাত্রা পেল বেহালার ‘চাটুজ্জে’ পরিবারের প্রকাশ্য কোন্দল। আলিপুর আদালত চত্বরে বৃহস্পতিবার রত্না বলেছেন, ‘দেবশ্রী আমাদের খুব ভাল পারিবারিক বন্ধু। আমার সঙ্গে এবং শোভনের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল। কিন্তু দেবশ্রী কোনও দিনই আমাদের সম্পর্কের মধ্যে ঢোকেননি।’ অর্থাৎ, প্রকারান্তরে রত্নার অভিযোগ, বৈশাখী তাঁর এবং শোভনের সম্পর্কের মধ্যে ঢুকেছেন।
তবে রত্নার সাক্ষী হওয়া প্রসঙ্গে এখনও পর্যন্ত শোভন-বৈশাখীর তরফে কোনও প্রতিক্রিয়া দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।