কলকাতা টুডে ব্যুরো:আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সারা বিশ্বের নারী সমাজকে শুভেচ্ছা জানিয়ে টুইটে তিনি লিখেছেন, নারীরা আমাদের গর্বিত করেছে। নারী সমাজের অবদান না থাকলে আজ আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না।
অন্য একটি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, মহিলাদের ক্ষমতায়নে আমাদের রাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। মহিলারা যাতে সমাজে বিশেষ অবদান রাখতে পারে সেই লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে আমাদের সরকার।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজ্য সরকার মহিলাদের উন্নয়নে কি কি প্রকল্প গ্রহণ করেছেন তা এবার প্রদর্শন করা হবে আজ রাজ্য জুড়ে। কোচবিহার থেকে কাকদ্বীপ, বেলপাহাড়ি থেকে বনগাঁ সর্বত্র এই সব প্রকল্পের সুবিধা, প্রকল্পের ভূমিকা ও উদ্দেশ্য প্রচার করা হচ্ছে। প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের তরফে এই বিশেষ দিনে একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কর্মসূচীতে যোগ দেন। এই কর্মসূচী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার আরও একবার রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে বার্তা দিচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
Our state is committed to empowerment of women and creating enabling circumstances for them for greater contribution to society in befitting manner. My best best wishes.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2022
Topics
Mamata Banerjee CM Celebration Administration Kolkata