Home রাজনৈতিক ‘আফশোস করে আর লাভ নেই’, মমতাকে নিশানা নাড্ডার

‘আফশোস করে আর লাভ নেই’, মমতাকে নিশানা নাড্ডার

by Kolkata Today

মালদহ, ৬ ফেব্রুয়ারি: মালদহের সাহাপুরের কৃষক সুরক্ষা অভিযানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব জেপি নাড্ডা, দিলীপ ঘোষরা। যেখানে কৃষকদের সমর্থনে বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, ‘কৃষকদের উন্নয়নে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বাংলার কৃষকদের বঞ্চনা করছেন। বিজেপি ক্ষমতায় এলে ৬০০০ টাকা করে যাতে কৃষকরা পান, তার ব্যবস্থা করব।’

সাহাপুরে কৃষকদের সঙ্গে ‘সহভোজ’ সেরে বক্তব্য রাখেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, ‘কেন্দ্রের প্রকল্প রাজ্যে বাস্তবায়ন করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি। প্রথম ‘কিশান নিধি প্রকল্প’ রূপায়ণ হতে দেননি। চাপে পড়ে এখন প্রকল্প রূপায়ণের কথা বলছেন। কৃষক সুরক্ষা অভিযানের সঙ্গে যুক্ত ৩৫ লাখ কৃষক। রাজ্যে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। কৃষকদের সঙ্গে অন্যায় করছেন মমতা ব্যানার্জি। মোদীজি ৬ হাজার টাকা প্রকল্পের মারফত দিয়েছিলেন, সম্মাননিধি কেন্দ্র দিলেও, জেদের বশে তা নেননি মমতাদি। বাংলার ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন। ভোট এসে গিয়েছে, এখন আফশোস করে লাভ নেই। সব জায়গায় শুনছি জয় শ্রীরাম। জয় শ্রীরাম শুনলে মমতাদি রেগে যাচ্ছেন কেন?’

তিনি আরও বলেন, ‘সব জায়গায় শুধু পিসি আর ভাইপোর ছবি। চালচোর, তোলাবাজির সরকার। ভোটে মমতাকে টাটা করে দিন। ৩০ হাজার গ্রামে পৌঁছে গিয়েছি আমরা। বাংলায় পদ্ম ফুটবেই। আর তারপরই শুরু হবে বাংলার বিকাশ। বাংলায় পদ্ম ফোটান, উন্নয়নের সুযোগ নিন। রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্র।’

শনিবার সকাল থেকে বাংলার জামাইকে আপ্যায়নের জন্য সব আয়োজন সম্পূর্ণ ছিল।নাড্ডার জন্য খিচুড়ি রাঁধা চলছিল। খাবার আয়োজন করা হয় আরও চার হাজার জনের। হেলিকপ্টারে মালদহে পৌঁছে কৃষকদের সঙ্গে ‘সহভোজ’ সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মাটিতে বসে খেলেন গরম গরম খিচুড়ি। আঙুলের ইশারায় বুঝিয়ে দিলেন, দারুণ হয়েছে খেতে। সঙ্গে খেতে বসলেন দিলীপ ঘোষ ও বিজেপির অন্যান্য নেতারা। শনিবার নাড্ডার সঙ্গে পাত পেড়ে খেলেন বহু কৃষক। খেয়ে দেয়ে ধুতিতে মুছলেন হাত।

বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইংরেজবাজারে পৌঁছে প্রথমে যান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি, এখানে আম চাষিদের সঙ্গেও কথা বলেন জেপি নাড্ডা।

ইংরেজবাজার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি যান মালদার সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা-সহ ভোজ কর্মসূচি ছিল বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেন। এরপর মধ্যাহ্নভোজ সারলেন কৃষকদের সঙ্গে। সবশেষে, ইংরেজবাজারের ফোয়ার মোড় থেকে রোড-শো করেন জেপি নাড্ডা। এক কিলোমিটার রাস্তা জুড়ে রোড-শো শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে।

Related Articles

Leave a Comment