Home ভিডিও ‘আমরা তাদের কন্ট্রোল করতে পারব না,’MGP-BJP জোট প্রসঙ্গে বললেন মমতা

‘আমরা তাদের কন্ট্রোল করতে পারব না,’MGP-BJP জোট প্রসঙ্গে বললেন মমতা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:খালি হাতে গোয়া ছাড়তে হয়েছে তৃণমূলকে। তবে হতাশার এখানেই শেষ নয়। ভোটের আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছিল তৃণমূল। আর গোয়ায় দুটি আসন জিতে যাওয়ার পরে সেই গোমন্তক পার্টিই এবার বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছে। এই ঘটনায় কার্যত চরম অস্বস্তিতে তৃণমূল। শুক্রবার এনিয়েই মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

গোয়ার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘গোয়াতে সবে তৃণমূল শুরু করেছিল। গোয়াতে যে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল এটাই যথেষ্ট।’ কিন্তু জোট সঙ্গী তো বিজেপির সঙ্গে যাচ্ছে? সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘আমরা এটা নিয়ে কিছু বলব না। আমাদের ওখানে কোনও বিধায়ক নেই। আমরা তাদের কন্ট্রোল করতে পারব না। এটা একটি প্রি পোল অ্যালায়েন্স।ওরা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু তৃণমূলের কোনও বিধায়ক নেই, সেকারণে তারা তাদের নিজেদের পলিসি তৈরি করেছে। সেকারণে তাদের পলিসি নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে ওদের সঙ্গে আমাদের প্রি পোল অ্যালায়েন্স ছিল। তাদের বিজেপির সঙ্গে যাওয়া উচিত নয়। আমরা এতে আপত্তি জানাচ্ছি। আমরা এটা পছন্দ করছি না। ‘

Topics

Mamata Banerjee  CM MGP TMC Administration Kolkata

Related Articles