কলকাতা টুডে ব্যুরো: করোনার তৃতীয় ঢেউয়ে এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরোল। বুধবার তুলনায় ১২ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ৫০০ ছুঁইছুঁই। বাড়ল সংক্রমণ-হারও।
বুধবার দেশে নতুন করে মোট ৩,১৭,৫৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন।এখনও পর্যন্ত দেশে ৯,২৮৭টি ওমিক্রন কেস রেজিস্টার্ড হয়েছে। বুধবার ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা ৪৯১।
আরও পড়ুনঃ’স্যুটকেস নিয়ে গোয়ায় নেতা কিনতে এসেছিল তৃণমূল’, তৃণমূলকে আক্রমণ ফড়নবীশের
বুধবার টিকা নিয়েছেন ৭৩.৩৮ লক্ষেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত দেশে ১৫৯.৬৭ কোটি ডোজেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে।