Home সংবাদবর্তমান আপডেট একেবারে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভের বোমা ফাটালেন রাজ্যপাল

একেবারে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভের বোমা ফাটালেন রাজ্যপাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: এবার আর রাজভবনে নয়, একেবারে রাজ্য বিধানসভায় পৌঁছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভের বোমা ফাটাতে দেখা গেল রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জাগদীপ ধনখড়কে।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি  থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, ভোটারদের স্বাধীনতা, বাংলার গণতন্ত্র, বিধানসভার অধ্যক্ষের ভূমিকা, মিডিয়ার আচরণ, মা ক্যান্টিন-সহ হেন বিষয় নেই, যার সমালোচনা করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়।মঙ্গলবার বেলা ১১টায় বিধানসভা লনে ভীমরাও আম্বেদকরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল। তারপরেই সাংবাদিক বৈঠকে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই রাজ্য সরকারকে একের পর এক ইস্যুতে শাণিত আক্রমণ করে গেলেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ ‘পাড়ায় পাড়ায় বিদ্যালয় নয়, পাড়ায় পাড়ায় নাটক হচ্ছে,’ কটাক্ষ সুকান্তর

রাজ্যপাল বললেন,” অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর”। আগের মতোই আবারও বললেন , পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের শাসন চলছে। আবারও আক্রমণাত্মক ধনকড়ের মুখে রাজ্য সরকারের নিন্দা , “বাংলায় গণতন্ত্র বিপদের মুখে, ‘রাজ্যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না”।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা পর থেকে আবার রাতের তাপমাত্রা কমবে, জানাল হাওয়া অফিস

তিনি বললেন,”রাজ্যের অফিসাররা সংবিধান মেনে কাজ করুন। রাজ্য সরকারি আধিকারিকরা সাংবিধানিক মর্যাদা ভুলে গেছেন। রাজ্যের আমলারা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। রাজভবন কী করতে পারে, জানা নেই সরকারি অফিসারদের।”

আরও পড়ুনঃ ‘দলের অনেক খারাপ সময়ের নেতা রীতেশ,’ বললেন তথাগত রায়

তাঁর অভিযোগ,”স্পিকার রাজ্যপালকে ব্ল্যাকআউট করেছেন
অধ্যক্ষ রাজ্যপালকে অন্ধকারে রেখে কিছু করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বললেন ,”রাজভবনে কোনও ফাইল আটকে নেই।রাজ্যপালের নামে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে।যে ভাষায় রাজ্যপালকে চিঠি লেখা হয়, তা অত্যন্ত লজ্জার।”

এদিন বিধানসভায় দাঁড়িয়ে মা ক্যান্টিনের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল। তিনি বলেন,” রাজ্যপাল হিসেবে জানতে চেয়েছিলাম মা ক্যান্টিনে কত টাকা খরচ? কোনও উত্তর পাইনি, এখানে কি প্রশ্ন করারও অধিকার নেই?রাজ্যপালের সম্মতি না নিয়েই ২৫ জন উপাচার্য নিয়োগ হয়েছে। এ ধরনের কাজ দেশের আর কোথাও হয়?  আমি যে প্রশ্নই করি না কেন, কোনও উত্তর দেয় না রাজ্য।”

এদিন সৌগত রায় কেউ একহাত নেন রাজ্যপাল ,”সৌগত রায় আমার সমালোচনা করছেন। সৌগত রায় বলছেন, রাজ্যপাল রোজ ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন।  মনে রাখবেন, সংবিধানের বাইরে গিয়ে আমি কোনও কাজ করি না। রাজ্যপালকে কীভাবে উপেক্ষা করেন মুখ্যমন্ত্রী?
সংবিধানকে রক্ষা করা আমার দায়িত্ব। সৌগত রায় বলেছেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে রোজ মেসেজ পাঠান। আমি বলছি, এরকম কোনও কিছু হয়নি।”

Topics

Governor Jagdeep Dhankhar Mamata Banerjee  Administration  Kolkata

Related Articles

Leave a Comment