কলকাতা টুডে ব্যুরো: জগদীপ ধনখড়ের পর বৃহস্পতিবার স্থায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন এই ঘোষণা করেছে। একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেই দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার তাকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে তিনি ছিলেন মেঘালয় সরকারের উপদেষ্টা। বাংলার এই রাজ্যপাল একইসঙ্গে আবাসন বিশেষজ্ঞ, লেখক এবং সুবক্তা। হাজার গুণে ভরপুর প্রাক্তন এই আইএএস অফিসার।
বাংলার রাজ্যপাল তাঁর বাবার নাম পিকে বাসুদেবন পিল্লাই। মায়ের নাম পদ্মাবতী আম্মা। ভাবী রাজ্যপাল বলেন, “বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং সুভাষচন্দ্র বসুর অনুগামী। বাংলার এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাবা সন্তানদের নামের সঙ্গে ‘বোস’ পদবী জুড়ে দেন।” তিনি আরও জানান, কেন বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। সিভি আনন্দ বোস বলেন, “চাকরি জীবন শুরু করেছিলাম কলকাতায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার হিসাবে। প্রথম পোস্টিং হয় SBI-এর শ্যামবাজার ব্রাঞ্চে। সেখান থেকে বদলি হয়েছিলাম চৌরঙ্গী শাখায়।”
ভাবী রাজ্যপাল বলেন, “আমার লেখা প্রথম ছোটগল্পটি হল কলকাতার চার কিশোরকে নিয়ে। বস্তিতে তাদের দারিদ্রপীড়িত জীবন ছিল গল্পের বিষয়। এছাড়া বাংলার সঙ্গে যোগ রবি ঠাকুরের সুবাদে। তাঁর সাহিত্য আমাকে বাংলার সঙ্গে বেঁধে রেখেছে।”
তিনি আরও বলেন, “নিজেকে ভাগ্যবান মনে করছি, এমন একটি রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালনের সুযোগ মেলায়। আমার চোখে কলকাতা হল শিল্প-সংস্কৃতি চর্চার পীঠস্থান। একইসঙ্গে কলকাতা শান্তিপ্রিয় শহরও।”