নিজস্ব প্রতিনিধিঃ ডানদিকের ধমনীর বিপজ্জনক ব্লকেজে স্টেন্ট বসানোর ফলে দ্রুত সুস্থ হয়ে উঠছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে বাঁ-দিকের ধমনীতে বাকি দুটি ব্লকেজে এখনই অ্যানজিওপ্লাস্টি হচ্ছে না। তা এই মুহূর্তে করার প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকরা। সোমবার হাসপাতালের তরফে জানানো হল, সবকিছু ঠিকঠাক চললে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে সৌরভকে।
সৌরভের চিকিৎসায় তৈরি করা ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড সোমবার সকাল সাড়ে এগারোটায় বৈঠকে বসে। সেখানে ছিলেন সৌরভের পরিবারের সদস্যরা। চিকিৎসক ডাঃ সরোজ মণ্ডলের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড জুম কলে পরামর্শ নেন দেশের অন্যতম সেরা দুই হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি ও ডাঃ রমাকান্ত পাণ্ডার থেকে। জুম কলে দেবী শেঠি ছিলেন বেঙ্গালুরু থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিকিৎসক ডাঃ রমাকান্ত পাণ্ডা ছিলেন মুম্বই থেকে। এছাড়া দেশ-বিদেশ থেকে ফোনে মিটিংয়ে ছিলেন আরও তিন বিশিষ্ট চিকিৎসক ডাঃ স্যামুয়েল ম্যাথু, ডাঃ শামিম কে শর্মা ও ডাঃ অশ্বিন মেহতা।
চিকিৎসকদের সম্মিলিত অভিমত হল, সৌরভের আর্টারিতে আরও যে দুটি ব্লকেজ রয়েছে, সেগুলির চিকিৎসা করতে হবে ভবিষ্যতে। তবে এখন যেহেতু একটি স্টেন্ট বসানোর পর সুস্থ হয়ে উঠেছেন। ওষুধে সাড়া দিচ্ছেন। কোনও সমস্যা বা অস্বস্তি নেই, তাই অ্যানজিওপ্লাস্টি জরুরি নয়।
তবে ডাঃ দেবী শেঠি মঙ্গলবার সকালে কলকাতায় আসছেন। সৌরভকে দেখে তাঁর পরবর্তী চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে ছুটি পেয়ে বাড়ি ফিরলেও নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে বিসিসিআই প্রেসিডেন্টকে।