Home সংবাদ এবার করোনায় আক্রান্ত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর

এবার করোনায় আক্রান্ত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:করোনা আক্রান্ত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। আইসিইউতে ভর্তি করা হল বর্ষীয়ান এই গায়িকাকে। দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত। বলিউডের একাধিক তারকাদেরকেও আক্রান্ত করেছে করোনা।

আরও পড়ুনঃ দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’

একাধিক জাতীয় পুরস্কার, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, ভারত রত্ন— এ সবই রয়েছে তাঁর ঝুলিতে। কথিত আছে, তাঁর কণ্ঠে বিরাজ করেন স্বয়ং সরস্বতী। গায়িকার শারীরিক অবস্থার অবনতির কথা জেনে যথেষ্ট চিন্তিত রয়েছেন দেশবাসী।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

চল্লিশের দশকে গায়িকা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন লতা। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর সংগীতের জগতে নিজের জায়গা করে নেওয়ার রাস্তা মসৃণ ছিল না মোটেই। ১৯৪২ সালে একটি মরাঠি ছবিতে গান গেয়েছিলেন ১৩ বছরের লতা। কিন্তু পরবর্তীতে সেই ছবি থেকে বাদ পড়ে তাঁর গান। কটাক্ষের মুখে পড়েন কন্ঠস্বর নিয়ে। তবে সব বিপত্তি কাটিয়ে সুগায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। প্রায় ৮ দশক ধরে নানা ভাষায় গান গেয়েছেন। পুরষ্কার এসেছে সাফল্যের হাত ধরে।

Topics

Lata Mangeshkar Covid19  Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment