কোভিড আক্রান্ত হয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও (Shirsendu Mukherjee)।উপসর্গ থাকায় গতকালই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। আজ সকালেই কোভিড পজিটিভ রিপোর্ট আসে তাঁর। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি,তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে।
গত ২রা জানুয়ারি মালদহে বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । যদিও পরে সেই বই মেলা স্থগিত হয়ে যায়। মালদহ থেকে বাড়ি ফেরার পরেই তাঁর সর্দি, কাশির স্বাদহীনতার মতো উপসর্গ দেখা দেয়।
অবশেষে চিকিৎসকদের পরামর্শে কোভিড টেস্ট করালে আজ সকালে তাঁর করোনা ধরা পরে। তবে এত কিছির মধ্যেও তিনি তাঁর গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই আইসলেশনে থাকার উপদেশ দেন এই বর্ষীয়ান সাহিত্যিক।
শুধু কলকাতা নয় পাশাপাশি জেলায়ও বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজারের বেশি। এই পরিস্থিতিতে লাগাম ছাড়া সংক্রমণ রোধে সক্রিয় হল প্রশাসন।
আরও পড়ুনঃ এবার করোনায় আক্রান্ত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর
গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৯। এখনও পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে দৈনিক পজিটিভিটি রেট ১০.৬৪ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৮.৮৫ শতাংশ।