কলকাতা টুডে ব্যুরো:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চেয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আগামী সপ্তাহে যে কোনও দিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার অনুরোধ করেছেন রাজ্যপাল৷
এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন,” রাজ্যপাল প্রতিদিন তাঁর সাংবিধানিক পদের অমর্যাদা করছেন৷ মানুষ তাঁর কাজকর্ম পছন্দ করছে না৷ এমন একটা সময় আসতে পারে যখন জনমত তাঁর বিরুদ্ধে যাবে৷”
ফিরহাদ বলেন,”সংবিধানের বেড়া ভাঙছেন রাজ্যপাল নিজেই। মুখ্যমন্ত্রী যথেষ্ট সংবেদনশীল সম্মান দিয়ে তিনি কথা বলেন। রাজ্যপাল নিজের সীমালংঘন করছেন তিনি ট্যুইটিং রাজ্যপাল’
“।
Topics
Firhad Hakim BJP TMC Administration Kolkata