কলকাতা টুডে ব্যুরো: বিপুল ভোটে জয়ের পরে ভবানীপুরের শীতলা মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি ছিলেন।শঙ্খ বাজিয়ে তাঁকে স্বাগত জানান এলাকাবাসীরা। মন্দিরে পুজো দেন মমতা। দেবীকে শাড়ি উৎসর্গ করেন। করেন আরতিও। শীতলা মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরের গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী।ধর্মীয় রীতিনীতি মেনে সেখানে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। চাদর উৎসর্গ করে প্রার্থনায় অংশ নেন মমতা। সেখানে প্রায় মিনিট সাতেক ছিলেন তিনি।
গুরুদ্বার থেকে বেরিয়েই উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী। ঘটনার তীব্র নিন্দা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “লখিমপুরে যা হয়েছে তা অমানবিক, দুর্ভাগ্যজনক। সেখানে নির্মমভাবে কৃষকদের হত্যা করা হয়েছে। নির্দয় অত্যাচার করা হয়েছে।” ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করলেন মমতা। বললেন, “এই সরকার সব জায়গায় ১৪৪ ধারা জারি করে। এরকম সরকারের জন্য জনসাধারণেরও ১৪৪ ধারা জারি করা উচিত।”
Topics
PM Modi Mamata Banerjee Lakhimpur UP TMC Administration Kolkata
‘এরকম সরকারের জন্য জনসাধারণের ১৪৪ ধারা জারি করা উচিত,’ মোদি সরকারকে তুলোধোনা মমতার
previous post