কলকাতা টুডে ব্যুরো: ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূল কর্মী মুজিবরম মজুমদার মৃত্যুহল।টানা প্রায় ৬ মাসের জীবনযুদ্ধে ইতি হল। গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুজিবর ইসলাম মজুমদারের বাসভবনে একটি কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, ওইদিন বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
মুজিবরকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও ৩জন তৃণমূল কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হনবলে অভিযোগ।
আরও পড়ুন : করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা
মুজিবার ইসলাম এর মৃত দেহ ইতিমধ্যে sskm উডবার্ন ওয়ার্ড থেকে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর
হাসপাতাল থেকে বেরিয়ে মর্গে যাওয়ার সময় তার মৃতদেহ তে পুষ্পস্তবক ও তৃণমূলের পতাকা দিয়ে সন্মান জানালেন সান্তনু সেন।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী ,টুইট করে জানালেন রাজ চক্রবর্তী
সান্তনু সেন বলেন,” বিজেপির অত্যাচারের ফলে আমাদের এক নেতার আজ এই অবস্থা হল। বিজেপির গুন্ডা বাহিনীর যেভাবে তাকে মেরেছিল দূর্গা পূজার পাঠা বলির মত চাপচাপ রক্ত পড়ে ছিল নিজের চোখে দেখেছি আমি। ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে তৃণমূলকে। আই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ বারবার আটকানোর চেষ্টা করছে।”
Topics
Tripura BJP TMC Administration Kolkata