Home সংবাদসিটি টকস এই কাজ স্পিকারের ‘এক্তিয়ারের বাইরে’ স্পিকারের ‘এক্তিয়ার নিয়ে প্রশ্ন শুভেন্দুর

এই কাজ স্পিকারের ‘এক্তিয়ারের বাইরে’ স্পিকারের ‘এক্তিয়ার নিয়ে প্রশ্ন শুভেন্দুর

ব্যুরো:নিয়োগ দুর্নীতিতে জড়িত গোটা মন্ত্রিসভা। এ নিয়ে আলোচনা দাবি করে বিধানসভার শীতকালীন অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। বিষয়টি আদালতে বিচারাধীন বলে সেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:নিয়োগ দুর্নীতিতে জড়িত গোটা মন্ত্রিসভা। এ নিয়ে আলোচনা দাবি করে বিধানসভার শীতকালীন অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। বিষয়টি আদালতে বিচারাধীন বলে সেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। এর পর ক্ষুদ্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি এ রকম চলতে থাকলে তাঁরা স্পিকারের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনতে বাধ্য হবেন।

বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন, এই মুলুতবি প্রস্তাবের প্রস্তাব ছিলেন বিধায়ক গোপাল সাহা, হিরণ চট্টোপাধ্যায়-সহ মোট ৪জন। স্পিকার এই চারজনের বক্তব্য শুনতে চান। শুভেন্দুর অভিযোগ যে সময় ওই ৪ জন বিধায়ক স্লোগান দিচ্ছিলেন সেই সময় তাঁদের বলতে ডাকেন স্পিকার। শুভেন্দু অধিকারীর দাবি সেই সময় বিধানসভায় বলার মতো পরিবেশ ছিল না। স্পিকার চারজনের নাম বলার পর কেই বক্তব্য রাখেননি। এরপরই ক্ষুব্ধ স্পিকার তাঁদের জানিয়ে দেন আগামী দু’দিন তাঁরা কোনও প্রস্তাব পেশ করতে পারবেন না। এমন কি প্রস্তাবে সই করতে পারবেন না।

শুভেন্দুর দাবি, এই কাজ স্পিকারের ‘এক্তিয়ারের বাইরে’। তিনি বলেন, মন্ত্রিসভা বিধানসভার কাছে দায়বদ্ধ। তাই বিচারাধীন বিষয় এই যুক্তি দিয়ে আলোচনা আটকানো যায় না। এর পরই তিনি হঁশিয়ারি দিয়ে বলেন, স্পিকার যদি এমন ভূমিকা নিতে থাকেন তবে তাঁর বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনা হবে। তবে সেই প্রস্তাব আনার সিদ্ধান্ত নেবে বিজেপির পরিষদীয় দল।

Related Articles

Leave a Comment