কলকাতা টুডে ব্যুরো: পরমব্রত চট্টোপাধ্যায় , রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ-সহ একাধিক অভিনেতা এবং উৎসব কমিটির কয়েকজনের শরীরে করোনা বাসা বেঁধেছে। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আপাতত বাতিল করা হল বলে জানিয়েছে কমিটি। ৭ তারিখ থেকে তা শুরু হওয়ার কথা ছিল।
আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর
পরমব্রত চট্টোপাধ্যায় অসুস্থতার খবর ট্যুইটে জানিয়ে লেখেন,ডিসেম্বরের শেষে মুম্বইতেই করোনার অল্প উপসর্গ বুঝতে পেরেছিলেন তিনি। তবে করোনা পরীক্ষার পর অভিনেতা জানতে পারেন তিনি কোভিড নেগেটিভ। তারপরই কলকাতা ফেরেন তিনি।নতুন বছরের শুরুতে সম্পূর্ণ সুস্থ থাকলেও সম্প্রতি নিয়ম মেনে করোনা পরীক্ষা করিয়েছিলেন পরমব্রত।তাতেই তিনি জানতে পারেন করোনার কবলে পরেছেন তিনি।কয়েকদিনের মধ্যে সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন : বাড়িতে থেকেই করোনা আক্রান্ত হলেন সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন রুদ্রনীলও। তিনি লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। হোম আইসোলেশনে আছি। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন।’ অভিনেতা জানিয়েছেন, তাঁর এই প্রথম করোনা হল। হালকা জ্বর ও গা হাত, পা ব্যথা রয়েছে। তবে রুদ্রনীল আশাবাদী, পাঁচ দিনের বেশি এই করোনা টিকবে না বলেই মনে করেন তিনি।
Topics
Parambrata Chatterjee Rudranil Ghosh Covid19 Vaccine Health Kolkata