Home বিনোদন করোনার কোপ,পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

করোনার কোপ,পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবারই চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী সহ আরো অনেকে। মঙ্গলবার রাতেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান, ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। এরপর বুধবার সোশ্যাল মিডিয়া পরমব্রত চট্টোপাধ্যায় জানান যে তিনিও করোনা আক্রান্ত। রাজ্য জুড়ে করোনার প্রকোপেই আপাতত পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর

কথা ছিল, করোনার কারণে চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে উৎসবের। মঙ্গলবার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই বহাল ছিল। সাংবাদিক বৈঠকে থাকতে পারেননি বিধায়ক-পরিচালক রাজ। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রচার কমিটির তরফে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীও।

আরও পড়ুন : বাড়িতে থেকেই করোনা আক্রান্ত হলেন সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

এদিন বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম সম্ভাবনার কথা বিচার করা হয়েছে। সিনে প্রেমী, সাধারণ নাগরিক, ছবি উত্সবের সঙ্গে যুক্ত বেশ কিছু সদস্যও এই মুহূর্তে করোনা আক্রান্ত। সবার সুরক্ষার কথা বিচার করে এই মুহূর্তে রাজ্য সরকার সাময়িকভাবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব স্থগিত রাখবার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ থেকে ১৫ই জানুয়ারি এই ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খুব শীঘ্রই ছবি উত্সবের নতুন দিনক্ষণ জানানো হবে’।

Topics

Bengal Film Festival Covid19 Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment