Home সংবাদবর্তমান ঘটনা করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস । আপাতত তিনি ভর্তি রয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিকিৎসক সপ্তর্ষি বসু এবং চিকিৎসক সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে রাখা হয়েছে। সৌরভ গাঙ্গুলী যে ঘরে ছিলেন সেই ঘরেই থাকার ব্যাবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনার জের ,কলকাতা হাইকোর্টের সব মামলার শুনানি ভার্চুয়াল

বিগত কয়েকদিন ধরে বিভিন্ন অসুস্থতা বোধ করছিলেন তিনি। এর পরেই এসএসকেএম হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। এর পর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে।

১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘স্টুডেন্টস উইক’ ঘোষণা করেছে রাজ্যে সরকার। তারই অঙ্গ হিসেবে ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Topics

Aroop Biswas  Covid19 Vaccine  Health Kolkata

Related Articles

Leave a Comment