কলকাতা টুডে ব্যুরো: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমলেও, বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার । তারই সঙ্গে কমেছে রাজ্যে করোনার নমুনা পরীক্ষাও।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৩৬০৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার দৈনিক সংক্রমণ হয়েছে ৯.০২ শতাংশ।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৮২ হাজার ৮৬২ জন। এদিন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২১৬ জন। সুস্থতার হার রাজ্যে ৯৬.১৬ শতাংশ।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata