কলকাতা টুডে ব্যুরো:তৃণমূল সাংসদ-অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে তলব করল সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের কলকাতার দপ্তরে দেবকে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লা ও গরুপাচার মামলায় পুলিশের কয়েকজন কর্তা ও ইনস্পেক্টরকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
ইতিমধ্যেই বেশ কিছু কর্তাকে জেরা করেছে সিবিআই , পাশাপাশি সেই তালিকাতে রয়েছে ইডিও। এই মামলায় জড়িয়ে ঠিক কত টাকা তচ্ছরূপ, কত টাকার লেনদেন হয়েছে, কালোবাজারে তার কতটা বিস্তার, সবটা খতিয়ে দেখতে বর্তমানে মরিয়া কেন্দ্রীয় সংস্থা । এই চক্রের সঙ্গে বেশ কিছু রথি-মহারথির যোগসূত্র থাকার আভাস পেতেই মামলা খতিয়ে দেখছে কেন্দ্রের দুই বিভাগ। কত টাকার ঘুষ নেওয়া থেকে শুরু করে তথ্য গোপন, সবটাই ঠিক কার কার নাকের তলা দিয়ে হচ্ছে তাও খুঁজে বার করে উদ্যত বর্তমানে সিবিআই। আর ঠিক সেই কারণেই এই নোটিস পেলেন এবার অভিনেতা দেব। যদিও এই বিষয় এখনও কিছু জানাননি দেব।
গতমাসেই গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এনামুল দীর্ঘদিন সিবিআই হেফাজতে ছিলেন। সেই সময় একাধিকবার সিবিআই আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু প্রত্যেকবারই তা খারিজ হয়ে গিয়েছিল। এরপর হাইকোর্টেও গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত এনামুল হক এবং গত মাসের শেষের দিকে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত।
Topics
Dev Actor Tollywood Administration Kolkata