কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার খেমাশুলিতে খড়্গপুর থেকে চিচিরা পর্যন্ত প্রশস্ত জাতীয় সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় যোজনার নাম বদলানোর প্রসঙ্গ উঠে আসে তার ভাষণে। তিনি বলেন, “এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম নাকি বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম নাকি বাংলা গ্রামীণ সড়ক যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা রেশনের মাল নাকি খাদ্যসাথী। স্বচ্ছ ভারত অভিযানের শৌচাগারের নাম নাকি নির্মল বাংলা। কত উদাহরণ আমি দেব? আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কপি পাঠিয়েছেন। তারা আরেকটা এয়ারপোর্ট করতে চান বাগডোগরার গায়ে। রাজ্য সরকার বলেছে জমি দিতে পারবো না। কলকাতায় এয়ারপোর্টের গায়ে আরেকটা airport করতে চান রাজ্য সরকার বলছে জমি দিতে পারব না। আর কি সুন্দর ব্যবস্থাপনা, কামারপুকুর অন্তর্গত কিছুদিন আগে একটা আরদের উদ্বোধন হয়েছে মোট খরচ ৪৮ কোটি টাকা এর মধ্যে ২৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র আর রাজ্য দিয়েছে বাকিটা। এখানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রী, কারুর নাম নেই। জোর করে গিয়ে উদ্বোধন করে দিচ্ছেন। কি হচ্ছে পশ্চিমবাংলার কালচার এখানে জাতীয় সড়ক সম্প্রসারিত করার জন্য জমি পাওয়া যায় না।”