কলকাতা টুডে ব্যুরো: ‘দল বাড়াতে গোয়ায় স্যুটকেস নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস৷’ সেই সঙ্গে তৃণমূলকে ‘হিন্দু বিরোধী’, ‘গণতন্ত্র বিরোধী’ বলেও তৃণমূলকে তোপ দাগেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গোয়ায় বিজেপির পর্যবেক্ষক দেবেন্দ্র ফড়নবীশ৷বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা প্রকাশ করে আপ , তৃণমূল এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
দেবেন্দ্রকে এদিন অভিযোগ করতে দেখা যায়, ‘‘গোয়ায় তৃণমূল কংগ্রেস স্যুটকেস নিয়ে এসেছে। এবং স্যুটকেসের ভরসাতেই দলের সম্প্রসারণের চেষ্টা করছে। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে, গোয়া যেন একটা বাজার আর এখানকার নেতারা পণ্য। গোয়ার মানুষ এই ধরনের রাজনীতিকে আগেই খারিজ করে দিয়েছে।’’ তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি জোট গড়ায় ক্ষিপ্ত দলের গরিষ্ঠ অংশই। যাকে ঘিরে দলের ভিতরেই শুরু হয়ে গিয়েছে কোন্দল। উল্লেখ্য, গোমন্তক পার্টি এর আগে বিজেপির জোটসঙ্গী ছিল। কিন্তু এবারের নির্বাচনে সঙ্গী হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের।
আরও পড়ুনঃ রাজ্যে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ
তার এই মন্তব্যের জবাব দিলেন সর্বদলীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় সাংবাদিক সম্মেলন করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা তোপ দাগলেন অভিষেক।
Topics
Goa Abhishek Banerjee BJP TMC Administration Kolkata