Home সংবাদসিটি টকস নিজের হাতে সাজালেন লক্ষ্মীকে, অপরাজিতার বাড়িতে জমজমাট লক্ষ্মী পুজো

নিজের হাতে সাজালেন লক্ষ্মীকে, অপরাজিতার বাড়িতে জমজমাট লক্ষ্মী পুজো

রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছে গোটা বাংলা। আম জনতার পাশাপাশি বাদ নেই তারকারাও। তারকাদের লক্ষ্মীপুজো মানেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির পুজো

by Kolkata Today

<span;>কলকাতা টুডে ব্যুরো: রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছে গোটা বাংলা। আম জনতার পাশাপাশি বাদ নেই তারকারাও। তারকাদের লক্ষ্মীপুজো মানেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির পুজো।  বছরের এই দিনটা সব কাজ ফেলে মায়ের আরাধনায় ব্রতী হন। এইদিন দম ফেলবার ফুরসত্‍ নেই তাঁর। একদিন আগে থেকেই পুজোর জোগাড়ে লেগে পড়েন অভিনেত্রী। মা-কে নিজের হাতে সাজানো থেকে শুরু করে পুজোর সমস্ত জোগাড়- সবেতে আছেন তিনি।

<span;>গত দু-বছর জাঁক করে মায়ের আরাধনা করতে পারেননি অভিনেত্রী। গত বছর হারিয়েছিলেন শ্বশুরমশাইকে, তার আগেরবার সপরিবারে ছিলেন করোনা আক্রান্ত। তবে এইবার করোনা কাঁটা অতিক্রম করে ছন্দে ফিরেছে অপরাজিতা আঢ্যর বাড়ির পুজো।

<span;>এইবছর অপরাজিতা মা লক্ষ্মীকে সাজিয়েছেন একদম সাবেকি সাজে। মায়ের পরনে লাল বেনারসি, গা ভর্তি সোনালি গয়না। মাথায় মুকুট, ওড়না, চুল বিনুনী করে বাঁধা। মায়ের দু-হাত রাঙানো আলতায়। তাঁর অপূর্ব সুন্দর মুখ দেখেই মন ভরে যাবে।

<span;>পুজোর দিন নিজেও সাবেকি সাজে পুজোয় ব্যাস্ত অপরাজিতা। পরনে লাল শাড়ি, নাকে নথ, কপালে সুবিশাল লাল টিপ, সিঁথি রাঙানো সিঁদুরে- একদম বাঙালি গৃহবধূর সাজে অভিনেত্রী। পাশে তাঁর শাশুড়ি মা। সংবাদমাধ্যমের মুখোমুখি হযে অভিনেত্রী জানান, তাঁর বাড়ির প্রতিমা মাটির হলেও সেটির ভাসান হয় না। কারণ লক্ষ্মীর আবার বিসর্জন হয় নাকি?

<span;>এদিন অভিনেত্রীর বাড়িতে ভোগেরও বিশাল আয়োজন। আগত কাউকেই খালি মুখে ফেরান না তিনি। ভোগের মেনুতে সবচেয়ে স্পেশ্যাল হল ‘এলোঝেলো’। অপরাজিতার বাড়ির স্পেশ্যাল মিষ্টি এটি। এছাড়াও চিড়ে, মুড়ির মোয়া, ফল-সবই থাকে। পাশাপাশি রয়েছে খিচুড়ি, লাবড়া, আলুর দম, মিষ্টি, পায়েস- সব মিলিয়ে অপরাজিতা আঢ্যর বেহালার বাড়িতে এদিন লক্ষ্মী পুজোর জমজমাট আয়োজন।

Related Articles

Leave a Comment