কলকাতা টুডে ব্যুরো: শনিবার তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস। এই দিনে টুইট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”মা-মাটি-মানুষের পরিবারের তরফে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী, সমর্থক, সদস্যদের শুভেচ্ছা জানাই। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছি। নতুন বছরে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, একে অপরের প্রতি সহৃদয় ব্যবহার, অন্যকে সম্মান করি। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে শক্তিশালী করে তুলতে একসঙ্গে কাজ করি। আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ।”
As we step into yet another year, let us promise to stay united in our fight against all injustices. Let us treat each other with kindness and respect. Let us work towards strengthening the federal structure of this nation.
I thank you all for your blessings. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
পাশাপাশি এই দিনটিকে ছাত্র দিবস হিসেবে পালন করবে তৃণমূল সেই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে এ প্রসঙ্গে এদিন ছাত্রদেরকে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখলেন,”‘#StudentsDay উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই আশার আলো। আমি তোমাদের মঙ্গল এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তোমাদের সকল স্বপ্ন সত্যি হোক!”
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata