কলকাতা টুডে ব্যুরো:ফের দুদিনের ED হেফাজতে পার্থ-অর্পিতা। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বার করা হল পার্থ-অর্পিতাকে।এদিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ED কর্তারা। আদালতকে তদন্তকারী যা জানিয়েছিলেন ফার্স্ট হয়ে এবং অর্পিতা দুজনকেই ফের দফায় দফায় জেরা করার প্রয়োজন রয়েছে তারা দাবি করেছিলেন তাদের কাছে আরব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা এই তদন্ত করতে সাহায্য করবে।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলা হয়। আদালতে তোলার আগে মেডিক্যাল টেস্টের জন্য দু’জনকে নিয়ে যাওয়া হয় জোকা ESI হাসপাতালে। মঙ্গলবারের জুতোকাণ্ডের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে পার্থ-অর্পিতার নিরাপত্তায় মোতায়েন কলকাতা পুলিশ।
এর আগে পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, জেরা পর্ব চলাকালীন বেশ কিছু তথ্য মিলেছে। এই পরিস্থিতিতে দু’জনকেই ফের জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। সেই কারণেই পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে নেওয়ার ভাবনা ED-র।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata