Home ভিডিও ‘ নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে’, অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য

‘ নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে’, অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: যেভাবে নির্বাচন সম্পন্ন হলো, এটা স্পষ্ট ভাবে বলা যায় যে এই নির্বাচন কোন সুস্থ, স্বাভাবিক নির্বাচন নয় । ভবানীপুরের উপনির্বাচন নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য ।একুশের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল। কিন্তু নন্দীগ্রামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অল্প ভোটের ব্যবধানে হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে।ভোটের হারলেও মুখ্যমন্ত্রী হওয়ার আটকায়নি। তবে, নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ভবানীপুরে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তুলেছে বিজেপি। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন বিজেপি প্রার্থী।  ১২৬ নম্বরে বুথে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই বুথে কারচুপি হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। তাছাড়া ভুয়া ভোটার নিয়ে দিনভর বিভিন্ন অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে।
ভুয়া ভোটার প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শমীক ভট্টাচার্য বললেন,” ভবানীপুরে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার দেখা গেলো নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে।”শমীক বলেন,”মানুষকে ভোট দিতে আনার পরিবর্তে তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হয়েছে।”
Topics
Election Commission Samik Bhattcharya BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment